আগামী ঈদেই শতভাগ উৎসব ভাতা ও সরকারি শিক্ষক/কর্মচারীদের মতো বাড়িভাড়া প্রদানসহ ৫ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদ।
শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এসব দাবি জানান পরিষদের সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান বাবুল।
পরিষদের অন্যান্য দাবিগুলো হচ্ছে সরকারি স্কুলের প্রধান শিক্ষকদের মতো বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের ষষ্ঠ গ্রেড এবং সহপ্রধানদের সপ্তম গ্রেড প্রদান করা, মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহপ্রধান শিক্ষকদের দুটি উচ্চতর গ্রেড প্রদানের সুস্পষ্ট ঘোষণা দেওয়া, বেসরকারি শিক্ষকদের ঐচ্ছিক বদলি এবং প্রতিষ্ঠান প্রধান ও সহপ্রধানদের এনটিআরসিএ-এর মাধ্যমে নিয়োগের ব্যবস্থা করা এবং মুজিববর্ষেই মাধ্যমিক শিক্ষাব্যবস্থা জাতীয়করণের ঘোষণা দেওয়া।
লিখিত বক্তব্যে মজিবুর রহমান বাবুল বলেন, “আমাদের দেশে শিক্ষা ব্যবস্থার গুণগত ও টেকসই উন্নয়নের জন্য এ দাবিগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের দৃষ্টিতে এনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদ মনে প্রাণে বিশ্বাস করে আমাদের এ দাবি দাওয়া আদায়ের জন্য আন্দোলনের কর্মসূচি দিতে হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের দাবিগুলো মেনে নেবেন।”
কর্মসূচি ঘোষণা করে মজিবুর রহমান বলেন, দাবি আদায় না হলে আগামী ১১ মার্চ সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে ও প্রত্যেক জেলায় শিক্ষকবন্ধন কর্মসূচি পালন করা হবে এবং ১৫ মার্চ প্রতি জেলায় জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর দাবি বাস্তবায়নে স্মারকলিপি প্রদান করা হবে।